সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সুমন পল্লব,হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি

আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ দিনে চট্টগ্রামের হাটহাজারীতে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হাটহাজারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এসএম রাশেদুল আলম (উত্তর জেলা যুবলীগের সভাপতি), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উত্তর জেলা আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুচ গণি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নূর খান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য শিক্ষানুরাগী জসিম উদ্দীন শাহ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছেন এম এ খালেদ চৌধুরী, মো.আশরাফ উদ্দীন (জীবন), মো.নাজমুল হুদা, অশোক কুমার নাথ, এমএ খালেদ ও নুরুল আবছার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, বিবি ফাতেমা শিল্পী, মোছা.শারমীন আক্তার এবং সাজেদা বেগম।

উপজেলা সহকারী রিটার্নীং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান রবিবার সন্ধ্যার দিকে জানান, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।