চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় আবু তাহের নাম এক বৃদ্ধ উপর হামলা ঘটনা ঘটেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল রবিবার সাড়ে ১১ টার দিকে। বৃদ্ধ আবু তাহের কে তার ছেলে মো: মোরশেদ আলম সহ স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে তার অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। বর্তমানে বৃদ্ধ আবু তাহের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় বৃদ্ধ আবু তাহের এর পুএ বাদী হয়ে বড়লিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ওয়াহেদুল মাঝির বাড়ির ফজল আহমদ, ওয়াহেদুল আলম, শহিদুল আলম,ফরিদুল আলম, মো: ফোরকান সহ অজ্ঞতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। বিবাদীগণও পটিয়া থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন যাবত পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দিলে ২১ এপ্রিল রবিবার সাড়ে ১১ টার সময় বড়লিয়া ইউপি কার্য়লয়ে বৈঠক হওয়ার কথা ছিল বলে বাদী মো: মোরশেদ আলম জানান। বৃদ্ধ আবু তাহের চেয়ারম্যান কার্য়লয় থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় আসলে বিবাদীগণ পূর্বপরিকল্পিত ভাবে তার পিতাকে দেশীয় অস্ত্র শস্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করেন বাদী অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন ও পটিয়ার এমপি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী হস্তক্ষেপ কামনা করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানান। বিষয়টি পটিয়া থানার ওসির নির্দেশে এস আই আশেক তদন্ত করছেন বলে জানা গেছে।
২২/০৪/২৪