সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চট্টগ্রামের লালদিঘি মাটে জব্বার মিয়ার বলি খেলায় স্বেচ্ছায় হার রাশেদের, চ্যাম্পিয়ন বাঘা শরীফ বলি!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের লালদিঘি মাটে ঐতিহ্যবাহী জব্বার মিয়ার বলি খেলায় রাশেদ বলি স্বেচ্ছায় হার মেনে নিলে বাঘা শরীফ বলিকে কর্তৃপক্ষ চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
আলোচিত দুই বলী মোহাম্মদ রাশেদ ও বাঘা শরীফ। দুজনের বাড়িই কুমিল্লা জেলায়। তারা সেমিফাইনাল টপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। দফায় দফায় ১১ মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানলেন রাশেদ বলি ।এরপর কর্তৃপক্ষ  বিজয়ী ঘোষণা করেন বাঘা শরীফ বলিকে।
বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাশেদ। তিনিও একই এলাকার।
এবারও তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা (৩৭)। তার বাড়ি খাগড়াছড়ি জেলার খবংপড়িয়া গ্রামে। গত তিনবার জব্বার মিয়ার বলীখেলায় অংশ নিয়ে তিনবারই তৃতীয় হয়েছেন সৃজন। খাগড়াছড়ি-রাঙামাটি জেলায় অনুষ্ঠিত বিভিন্ন বলীখেলায়ও চ্যাম্পিয়ন তিনি।
এছাড়া নিজের দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবার খেলায় অংশ নেননি কুমিল্লার শাহজালাল বলী। সবার ধারণা ছিল, চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবেন।
কিন্তু মো. রাসেল ও বাঘা শরীফ। তারা দুজনের গ্রামের বাড়ি শাহজালালের একই জেলা কুমিল্লায়। দুজনই কুস্তির প্রশিক্ষণ নিয়েছেন জব্বারের বলীখেলার চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলীর কাছ থেকে।
চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ২৫এপ্রিল বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। বলীখেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বলীরা অংশ নেন।
এর আগে বেলুন উড়িয়ে বলীখেলার ১১৫ তম আসর উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।