সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় শ্রমিক নেতা ও প্যানেল চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মে, ২০২৪
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের
 সহ সাংগঠনিক সম্পাদক, কাঞ্চনা সিএনজি সমিতির সভাপতি নুরুল আলম ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নানের নামে মিথ্যা মামলা  দায়েরের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।
১২মে রবিবার সন্ধায় কাঞ্চনার ফুলতলা বাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন
চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন পরিষদের  সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দিন, কাঞ্চনা ফুলতলা  বাজার কমিটির সভাপতি নুরুল আলম,কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ছগির  আহমদ ,৮নং  ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ উদ্দিন,
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদ মোহাম্মদ খলিল,ফুলতলা সিএনজি চালক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী, অর্থ সম্পাদক মহি উদ্দিন, সদস্য  মুজিবুর রহমান ও সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার,ফেস্টুন, প্ল্যা-কার্ড ও পোস্টার নিয়ে উপস্থিত থেকে প্রতিবাদ জানান।  এবং বিভিন্ন শ্লোগানে শ্লোগানে  মুখরিত হয়ে উঠেন কাঞ্চনার ফুলতলা এলাকা।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে কাঞ্চনা বাজার কমিটির সভাপতি নুরুল আলম বলেন,অবিলম্বে প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান ও শ্রমিক নেতা নুরুল আলমের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।
কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলেন,৩বারের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে এভাবে মিথ্যা মামলায় জড়ানো অত্যান্ত দু:খজনক।অবিলম্বে নিরপরাধ  ব্যক্তিদেরক্ব মামলা থেকে বাদ দেওয়া হউক।এছাড়াও তিনি কাঞ্চনাকে শান্ত রাখার জন্য জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল বলেন,৪৮ঘন্টার মধ্যে শ্রমিক নেতা নুরুল আলম ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।অন্যথায় শ্রমিকদেরকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।