সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

লামায় মাটি কেটে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধি,

পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নে জোরপূর্বক মাটি কেটে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফেরদৌস (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী পরিবার।

৫ মে (রবিবার) ও ৬ মে (সোমবার) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী ফরিদুল আলমের ছেলে ফরমান উর রশিদ (২৫) বাদী হয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন- একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দর্জি পাড়ার বাসিন্দা ইউনুছ খলিফার ছেলে ফেরদৌস (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী ফরমান উর রশীদের পিতা ফরিদুল আলম প্রায় ১৮/২০ বৎসর পূর্বে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকার বাসিন্দা হাজ্বী ফজল করিমের ছেলে সিরাজুল ইসলামের নিকট হতে ২৫.০০ (পচিশ একর ) পাহাড় শ্রেণীর জায়গা লিজ/খরিদ করেন। জায়গা গুলো হচ্ছে লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্দারি মুজিবের দোকানের পূর্ব পার্শ্বে। যা সরই ৩০৩নং ডলুছড়ি মৌজা, হোল্ডিং ১৫২নং, দাগ নং ১৪৫ ও ১৫৬ এর অংশ। এই পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলো ভুক্তভোগী।বাদীর পিতা মো: ফরিদুল আলমের মালিকানাধীন পাহাড় শ্রেণীর জায়গা হইতে উপরে উল্লেখিত বিবাদী ফেরদৌস ও তার লোকজন নিয়ে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি কর্তন করে যাচ্ছে। তাকে (বিবাদী) একাধিক বার পাহাড় না কাটার জন্য অনুরোধ করলেও জোরপূর্বক পাহাড় কেটে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের হাকা-বকা, হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোন ধরনের প্রতিকার পায়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এব্যাপারে ফেরদৌসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এদিকে জানতে চাইলে জায়গার মালিক প্রবাসী ফরিদুল আলমের দায়িত্বরত কেয়ার টেকার মোঃ বাবুল জনান, প্রবাসী ফরিদুল আলমের ক্রয়কৃত এই জায়গা গুলো অনেক বছর ধরে আমি দেখাশোনার কাজ করে আসছি। দর্জি পাড়ার ফেরদৌস নামে এক ব্যক্তি জোর করে এই জায়গা থেকে মাটি কেটে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কি মূলে এটা তার জায়গা বলছে সেটা আমার জানা নেই বলেও জানান তিনি।

এদিকে ভুক্তভোগী ফরিদুল আলমের ছেলে ফরমান উর রশিদ জানান, দীর্ঘদিন ধরে আমার পিতা এই জায়গা শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলো। হঠাৎ করে ফেরদৌস নামে এক ব্যক্তি মাটি কেটে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি ফেরদৌস জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কোন পাহাড় কাটতেছি না। আমার জায়গা থেকে প্রজেক্টের জন্য মাটি কেটে বাঁধ নির্মাণ করতেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো: শামীম শেখ বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, অভিযোগকারী ঐ ব্যক্তিকে সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে একটা অভিযোগের কপি নিয়ে যাওয়ার জন্য বলেন তিনি।

তিনি আরও বলেন, মাটি কাটার বিষয়ে আমি অবগত না, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড় কাটার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।