চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ চাঁদাবাজচক্রের দুই সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
ইপিজেড থানা এলাকার একজন নৃত্যশিল্পী মোঃ ইসকান্দর মিয়া (২৫) নিজের পেশাগত বিষয়ে চাঁদাবাজি ও মারধরের শিকার হয়ে ইপিজেড থানায় অভিযোগ করলে থানার এসআই (নি.) শেখ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ১৬/০৫/২৪ খ্রি. রাতে ২ নং মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ ১) মোঃ রাকিবুল আলম (২৪) ও ২) মোঃ রাকিবুর হাসান (১৯)-কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ১। ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২। ১টি ফিচার ফোন ও ৩। নগদ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করেন।