সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৭নং মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খামার পাড়ায় ৬নং ওয়ার্ডের ইয়াজর পাড়ার মনির আহমদ মমতাজ, মোহাম্মদ এহসান ও ফাতেমা বেগমের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ করেছে আবুল হোসেন গং!
এব্যাপারে ৬জুন বৃহস্পতিবার আবুল হোসেন বাদি হয়ে মিছ মামলা নং-৪৯৮/২৪ ফৌজদারী কার্য বিধি ১৪৫ ধারার বিষয় অমান্য করছে বলে উল্লেখ করে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১টি অভিযোগ দায়ের করেছে।উপজেলা নির্বাহী অফিসার সাতকানিয়া থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেছে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়,মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খামার পাড়ার আবুল হোসেন গংরা তাদের পৈতৃক সূত্রে পাওয়া ও তাদের ক্রয়কৃত জায়গা নিয়ে ৬নং ওয়ার্ডের ইয়াজর পাড়ার মনির আহমদ মমতাজ, এহসান ও ফাতেমা বেগমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এই জায়গার বিরোধ নিয়ে বিভিন্ন সময় বিচার মিমাংসার জন্য বিভিন্ন জনপ্রতিনিধিরা সার্ভেয়া দিয়ে পরিমাপ করে বৈঠক বসেছিল।কিন্তু কোন সুরাহা হয়নি।গত ২০২৪সালের ২৫মে সকাল ০৯ঘটিকার সময় মমতাজ আহম মনির গংরা জায়গা দখলে নিচ্ছে বলে আবুল হোসেন গংরা আদালত থেকে মিছ মামলা-৪৯৮/২৪ মূলে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটার জন্য ১৪৫ ধারা আনেন।এরপরেও মনির আহমদ মমতাজ গংরা ১জুন রাত ১০টার দিকে জোর পূর্বক জায়গায় বসত বিল্ডিং নির্মাণ করার জন্য ওয়াল নির্মাণ কাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করেন।
বাদি আবুল হোসেন গংরা বলেন, মনির আহমদ মমতাজ গংরা ১জুন রাত ১০টার দিকে কাজ করলে আমাদের পরিবারের সদস্যরা বাঁধা দিলে মমতাজ মনির আহমদ গংরা আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।এবং ইট পাটকেল নিক্ষেপ করেন ও মরিচের গুড়া মারেন বলে জানান।
এব্যাপারে অভিযুক্ত ফাতেমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন,এটি আমাদের জায়গা।আদালতের নিষেধাজ্ঞার পর থেকে আমরা জায়গায় কোন কাজ করিনি।আমাদের নির্মাণাধীন বাড়িতে বাড়ি নির্মাণের সরঞ্জামাধী পাহারা দিলে আবুল হোসেন গংরা আমাদের নির্মাণাধীন বাড়ি ঘরে অতর্কিত হামলা চালায় এবং আমাদের বাড়িঘর ভাংচুর করেন বলে জানান।
এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার সাব-ইনসফেক্টর হুমায়ুন কবির বলেন,তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।