সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কবিতাঃ-প্রেমের খেয়ায় ভেসে কবিঃ জেসমিন জাহান নিপা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

হারাব দুজন দূর ভূবনে
সূর্যাদয়ের দেশে
যেখান থেকে সূর্য উঠে
প্রাতে রাঙা বেশে।

মেঘের সাথে বিজলির হাসি
আজ আমাদের ছুটি
মনে খুশির ঢল নেমেছে
করবো লুটোপুটি।

বৃষ্টির ছন্দে মিশে করব
দুষ্টু মিষ্টি খেলা
সারাটা দিন একসাথে
কাটবে মোদের বেলা।

সুখের সাগর দেবো পাড়ি
প্রেমের খেয়ায় ভেসে
মান অভিমান মিটে যাবে
একটু মৃদু হেসে।

কোকিলা গান যাচ্ছে গেয়ে
ডাকি সাথি আয়রে
ঐ দেখা যায় সে চলে যায়
ভালোবাসি যারে ।