সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ধারালো চাকু’সহ গ্রেফতার-৩!

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জুন, ২০২৪

সাতকানিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়া থানার কিশোর গ্যাং বিরোধী চলমান অভিযানে  ছিনতাই করার প্রস্তুতিকালে ধারালো চাকুসহ ৩ জনকে হাতেনাতে ধৃত করেন।

২১জুন শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো-১। নাজমুল ইসলাম ইমন(২১), পিতা- মোঃ ইসলাম, মাতা- নেছারা বেগম, সাং- জনার কেওচিয়া, সাম সিকদার বাড়ী, ৮নং ওয়ার্ড, ১০নং কেওচিয়া ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম ২। মোঃ সাঈদ হোসেন রানা(২০), পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা- রাশেদা বেগম, সাং- ঠাকুরদীঘি , ১নং ওয়ার্ড, সরোয়ারের বাড়ী, পদুয়া ইউপি, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম ৩। আবীর মাহমুদ শাওন(২০), পিতা- মোঃ আমিন, মাতা- শাহিনা আক্তার, সাং- পূর্ব মাদারবাড়ী (আলী আহাম্মদ ফকিরের বাড়ি), ৯নং ওয়ার্ড, জনার কেঁওচিয়া, ১০নং কেঁওচিয়া ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই-মোস্তাক আহামদ সংগীয় এসআই -মামুন ভুইয়া, এএসআই-জিয়াউল হক জিয়া সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযানকালীন সময়ে সাতকানিয়া গোপন সূত্রে প্রাপ্ত হয় যে, সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কলেজ রোডের সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন মাইনু ফুডস এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ছিনতাইকারী, ছুরি- চাকু, খুর’সহ ছিনতাই করিবার জন্য প্রস্তুতি নিতেছে। তাৎক্ষনিক থানার চৌকস টীম সঙ্গীয় সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কলেজ রোডের সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন মাইনু ফুডস এর সামনে পাকা রাস্তার উপর ২১/০৬/২৪ খ্রি:তারিখ রাত ০৮:০৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত আসামীগণ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে  ৩ আসামীগণকে আটক করেন এবং তাহাদের সহযোগী একজন আসামী দৌঁড়ে পালিয়ে যায়। অতঃপর ঘটনাস্থলেই গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশীকালে ধৃত আসামী ১। নাজমুল ইসলাম ইমনের নিকট হইতে ০১টি স্টিলের ভাঁজওয়ালা চাকু, যাহা বন্ধ অবস্থায় লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি এবং খোলা অবস্থায় লম্বা দশ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাদের এবং তাদের সহযোগী পলাতক আসামীর উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করিয়া বলে যে, তারা এলাকায় ছিনতাই’সহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত। আগামীগণকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা অত্র এলাকায় পথচারীদেরকে চাকু নিয়া বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া পথচারীদের নিকট হইতে নগদ টাকা-পয়সা, মোবাইল হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে উপস্থিত হয়েছিল মর্মে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় যে, আসামীরা সুযোগ বুঝিয়া চলাচলরত কোন পথচারীকে আক্রমণ করিয়া সাথে থাকা চাকু দিয়া ভয় দেখাইয়া পথচারীর সবকিছু লুট করিয়া নেয়। স্থানীয়রা আসামীদের ছিনতাই’সহ নানা অপকর্মে অতীষ্ঠ বলিয়া জানায়।মামলা রুজু প্রক্রিয়াধীন।
জোরদার অভিযান চলমান থাকবে।