বিরামপুর (দিনাজাপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৪জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ কবীর।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক হাফিজ উদ্দিন সরকার, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারঃ) জাহিদুল ইসলাম ইলিয়াস।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভার:) জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, ‘২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ১ হাজার ৮০০জন উপকারভোগী কৃষকের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি (ডেপু) এবং ১০ কেজি করে এমওপি (পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়।’
এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, উপজেলার উপকার ভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।