সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় দোকান দখল নিয়ে দোকানের মালামাল ভাংচুর!

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুন, ২০২৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড়ে দোকান ঘর দখল নেওয়াকে কেন্দ্র করে দোকানের মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে।
২৯জুন শনিবার সন্ধার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সূত্র জানায়,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকার ছমদিয়া পুকুর পাড়ে ছোট ঢেমশা এলাকার মঞ্জুরের কাছ থেকে বায়নামূলে জায়গা ক্রয় করেন একই এলাকার শাহাব উদ্দিন ।অপরদিকে মঞ্জুর সাতকানিয়া পৌরসভা এলাকার নেজাম উদ্দিনকে বিক্রি করেন। তাই শাহাব উদ্দিন বায়নামা মূলে আদালতে মামলা করেন।অপরদিকে নেজাম উদ্দিন কবলামূলে বিএস নামজারী খতিয়ান সৃজন করেন।শাহাব উদ্দিন বায়নামূলে দোকানের মালিক দাবি করেন।এবং নেজাম উদ্দিন কবলামূলে ও বিএস নামজারী খতিয়ান মূলে মালিকানা দাবি করেন।তাদের এ নিজ নিজ দালিলিক প্রমাণ মূলে উভয়ের মধ্যে এ পাল্টা পাল্টি এ দখলের ঘটনা ঘটেছে বলে এলাকা সূত্রে জানা যায়।
এব্যাপারে নেজাম উদ্দিন বলেন—-আমি জায়গা ক্রয় করেছি এবং আমার নামে দলিল আছে এবং বিএস নামজারী খতিয়ানও আছে।এমনকি আমার নামে মিটার ও ট্রেড লাইসেন্স হয়েছে।শাহাব উদ্দিন জোর করে আমার দোকান দখল করেছে বলে জানান।
এব্যাপারে শাহাব উদ্দিন বলেন—-নেজাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগত লোক এনে জোর করে আমার দোকানের মালামাল দোকান থেকে বাহিরে রাস্তায় ফেলে দিয়েছে।আমার প্রায় ২০লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান।
এব্যাপারে সাতকানিয়া থানার সাব ইনসফেক্টর উৎপল চক্রবর্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষকে কোন সংঘাতে না জড়িয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জানানো হয়েছে বলে জানান।