সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় ভাতিজার কিরিচের কোপে আপন চাচা কাটা রক্তাক্ত জখম, মেডিকেলে মৃত্যূর সঙ্গে পাঞ্জা লড়ছে।

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুলাই, ২০২৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আপন ভাতিজা সাঙ্গ পাঙ্গ নিয়ে এলোপাথাড়ি কিরিচের কোপ মেরে আপন চাচার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক রক্তাক্ত কাটা জখমী আঘাত করা হয়েছে বলে জানা গেছে।এমনকি দায়ের কোপে ২হাতের কব্জি ও ডান কাধের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানা যায়।

২৮জুন শনিবার সন্ধ্যা ০৭টার দিকে সাতকানিয়া উপজেলার ০৬নং এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাড়িয়াডেঙ্গা ০৭নং ওয়ার্ডের বাহনা পুকুরের উত্তর পাশে চলাচলের রাস্তার উপরে এ ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়।

অভিযোগ সূত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
২৮জুন শনিবার সন্ধায় আহত আহমদ হোছাইন তার আপন ভাই শামশুল আলমের গো-খাদ্য ঘাসের স্তুপ থেকে ১মুঠো গো-খাদ্য খড় নিজের গরুর মশা মাছি তাড়ানোর জন্য নিলে তার আপন ভাই শামশুল আলমের স্ত্রী রুনা আক্তার ভাসুর আহমদ হোসাইনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।সে সময় আহমদ হোসাইনও আপন ভাইয়ের বউ রুনা আক্তারকে গালি দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায়।এরপর আহমদ হোসাইনের ভাইয়ের বউ রুনা আক্তার তার ছেলে জুনাইদকে ডেকে এনে ছেলে জুনাইদকে ভাসুর আহমদ হোসাইনের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুললে জুনাইদ তার বন্ধু এহসান ও জিসানকে সঙ্গে নিয়ে জেঠা আহমদ হোসাইনকে মারতে যাওয়ার সময় মা রুনা আক্তার ছেলে জুনাইদ,জুনাইদের বন্ধু এহসান ও জিসানের হাতে দা,কিরিচ ও লাটি তুলে দেয়।তখন জুনাইদ, এহসান ও জিসান আহমদ হোসাইন মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথাড়ি কিরিচ দিয়ে কোপাতে থাকে। তখন আহমদ হোসাইন ররক্তাক্ত কাটা জখম হয়ে মাটিয়ে লুটে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা এগিয়ে আসলে জুনাইদ, এহসান ও জিসান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এবং প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা রক্তাক্ত আহমদ হোসাইনকে সাতকানিয়া হাসপাতালে আনলে আহমদ হোসাইনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করালে সেখানেও আহত আহমদ হোসাইনের আবস্থা আশংকাজনক হহওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে আহমদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়।
এব্যাপারে বিবাদীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যাইনি।তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হইনি।

এব্যাপারে সাতকানিয়া থানার সাব ইনসফেক্টর আব্দুর রবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৩০জুন রবিবার বাদীরা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাই এ বিষয় নিয়ে তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।