সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় বলাৎকারে অভিযোগে ১মাদ্রাসা শিক্ষক আটক! 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুলাই, ২০২৪
সাতকানিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে আব্দুল্লাহ নামের ১মাদরাসার শিক্ষক বলাৎকারকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আটককৃত বালাৎকার আব্দুল্লাহ (২২) হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯নং গডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বরগুনার ওমর আলী পাড়ার আব্দুর রহমান ও মোছাম্মৎ তকুয়া বেগমের ছেলে ও
সাতকানিয়া উপজেলার ০৭নং মাদার্শা ইউপিস্থ মাদার্শা সাকিনের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী এতিমখানা ও হেফজখানার শিক্ষক।
,জেলা- চট্টগ্রাম একই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র শিশু ছেলে সাব্বির হোসেন (১২) কে
সূত্র জানায়, গত  ১জুলাই রাত অনুমান ১২.০০ ঘটিকার সময় সাতকানিয়া উপজেলার ০৭নং মাদার্শা ইউপিস্থ মাদার্শা সাকিনের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী এতিমখানা ও হেফজখানার শিক্ষক আব্দুল্লাহ
 একই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র শিশু ছেলে সাব্বির হোসেন (১২) কে
তাহার কক্ষে ডেকে  নিয়ে শিশু সাব্বিরের হাত দিয়া জোরপূর্বক আসামীর গোপনাঙ্গ হাতাইয়া এবং সাব্বিরের পরিহিত লুঙ্গি খুলিয়া জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে।
একই কায়দায় গত ২৭/০৬/২০২৪খ্রি. রাত অনুমান ১২.০০ ঘটিকায় শিশু সাব্বির মাদ্রাসার বৈদ্যুতিক বাতি বন্ধ করার জন্য যাওয়ার সময় বিবাদী সাব্বিরকে ডাকিয়া নিয়া যাইয়া পরিহিত লুঙ্গি খুলিয়া সাব্বিরের গোপনাঙ্গ হাতাইয়া এবং সাব্বিরের হাত দিয়া বিবাদীর গোপনাঙ্গে হাতাইয়া বিবাদীর লালসা চরিতার্থ করার লক্ষ্যে ধস্তাধস্তি করিতে থাকে। বিবাদীর এহেন কর্মকান্ডে সাব্বির চিৎকার করে বাধা দিতে চাইলে বিবাদী সাব্বিরের মুখ চাপিয়া ধরিয়া মারধর করার ভয় দেখাইয়া জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার শিশু সাব্বিরের পিতা জনৈক নাজিম উদ্দিন (৪৩), পিতা- আলী হোসাইন, মাতা- জন্নাহ আরা বেগম, সাং- বড় হাতিয়া, ৩নং ওয়ার্ড, বড়হাতিয়া ইউপি, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে উক্ত এজাহারের প্রেক্ষিতে সাতকানিয়া থানার মামলা নং- ০৮, তারিখ: ০৬/০৭/২০২৪খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ)/ ৯(১) রুজু করা হয়। নিয়মিত মামলা রুজুর পরপরই ধর্ষক আসামীকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটযোগে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে থানা সূত্রে জানা যায়।