সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪দোকানীকে ২৬হাজার টাকা জরিমানা ও ১১০কেজি পলিথিন জব্দ!

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুলাই, ২০২৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

চট্টগ্রামের  সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১০জুলাই বুধগ্রহ বিকাল ৩টার দিকে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক শহর সাতকানিয়া উপজেলার কেরানি হাটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে ১০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স রাইহান ট্রেডার্সকে ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৩০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স ইছা এন্টারপ্রাইজকে ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিন সমূহ
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এর নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। উন্মুক্ত পরিবেশে ধুমপান করার অপরাধে ধুমপান ওতামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)
আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ০৪মামলায় সর্বমোট ২৬,২০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
এই সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।