চট্টগ্রাম প্রতিনিধি,
আহলে বায়েতে রছুল (সা:) স্মরণে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর আয়োজনে শোহাদায়ে কারবালা মাহফিল। প্রধান অতিথি বড়পীড় আব্দুল কাদের জিলানী (রহ:) বংশধর ও সাজ্জাদানশীন শেখ সৈয়দ আফিফ উদ্দিন (ম:জি:আ:)
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলে অতিথিবৃন্দ বলেছেন, কারবালার কঠিন বিপদের সময় হযরত হোসাইন (রহ:) এ আল্লাহর উপর ভরসা রেখে নামাজ আদায় করছিলেন। তারা বলেন, আল্লাহ তা’য়লা বলেন,“বলো-তোমরা যদি আল্লাহর ভালবাসা পেতে চাও, তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালবাসবেন, তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন” (সুরা-৩ আলে ইমরান-আয়াত: ৩১)। নবীজী (সা:) ভালবাসার পূর্ণতা হলো আহ্লে বাইতে ভালবাসা, যা আল্লাহ তা’য়লা কোরআনুল করিমে উল্লেখ করেছেন, “বলো-আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাইনা, চাই শুধু আমার স্বজনদের প্রতি ভালবাসা” (সুরা-৪২ শুরা, আয়াত: ২৩)। তারা বলেন, আহ্লে বাইয়েতের প্রতি ভালোবাসা, ধর্মনিষ্টা, আতœত্যাগ, দায়িত্ববোধ ও কর্তব্য পালন, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা। ভোগে নয়, ত্যাগেই সুখের সন্ধান করা। জুলুম ও অন্যায় এর কাছে মাথানত না করা, সবসময় আল্লাহ’র ওপর সম্পূর্ন ভরসা রাখাই প্রতিটি মহররম, প্রতিটি আশুরা ও সোহাদায়ে কারবালা দিবস আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আতœ-মর্যাদাবোধ জাগ্রত করে। ভয়কে জয় করে নিজের জীবন উৎসর্গ করে মুক্তির পথ তৈরী করাই কারবালার মূল শিক্ষা। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৯ মহররম, ১৬ জুলাই ২০২৪ খ্রি:, মঙ্গলবার, রাতে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজস্থ দেশরতœ জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত শোহাদায়ে কারবালা মাহফিলে অতিথিবৃন্দ এসব কথা উত্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সুফী মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বড়পীড় আব্দুল কাদের জিলানী (রহ:) এর বংশধর ও সাজ্জাদানসিন শেখ সৈয়দ আল্লামা আফিফ উদ্দিন আব্দুল কাদের মনছুর আলী জিলানী আল বাগদাদী (ম:জি:আ:)। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। প্রধান বক্তা ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ফাজিল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। সম্মানিত অতিথি ছিলেন শেখ সৈয়দ আল্লামা আফিফ উদ্দিনের শাহজাহা শাহসূফী আবদুর রহমান আল জিলানী। অন্যদের মধ্যে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ্ব এম.এ তাহের, আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম, সমাজসেবক নেছার আহম্মদ, খতিব আলহাজ¦ ছৈয়দ ইউনুচ রজভীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট ছিলেন। শুরুতে খতমে কোরআনেপাক ও মাজমুয়ায়ে সালাতে রাসুল (সা:) পরিবেশন করা হয়।