চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের হাটহাজারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আলা উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নের উত্তর মেখল মৌজার ইছাপুর এলাকায় নাজমুন নাহারের ক্রয়কৃত জায়গার উপর একই এলাকার তাজুল ইসলামের ছেলে আলা উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের কাজ করছে বলে জানা যায়।
৭আগস্ট শনিবার সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায় কিছু নির্মাণ শ্রমিক নাজমুন নাহারের জায়গায় কাজ করছে।সাংবাদিকদের দেখে সবাই স্থান ত্যাগ করে নির্মাণ শ্রমিকরা। পরে অনেক খোঁজাখুঁজির পর কাউকে পাওয়া যাইনি। এর আগেও জোরপূর্বক কাজ করার বিষয়ে নাজমুন নাহারের স্বামী আবু তাহের আলা উদ্দিনকে বাঁধা দিতে গেলে আলা উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবু তাহেরের উপর হামলা করে। এব্যাপারেও হাটহাজারী থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু অভিযোগের কোন সুরাহা হইনি।
পুলিশ প্রশাসন আলা উদ্দিনকে কাজ না করার জন্য বারবার নিষেধ করলেও পুলিশের কোন কথাকে আলা উদ্দিন গুরুত্ব না দিয়ে জোরপূর্বক কাজ চালিয়ে যেতে থাকে।
এব্যাপারে আলা উদ্দিনের কাছে মুটোফোনে জানতে চাইলে আলা উদ্দিন বলেন নাজমুন নাহার থেকে আমি রেজিস্ট্রেট বায়না করি। কিন্তু নাজমুন নাহার রেজিস্ট্রি না দিলে আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অবশিষ্ট টাকা আদালতে সাবমিট করি। আদালত এখনো কোন নির্দেশনা দেইনি, এবং এই জায়গার উপর আদালতের বর্তমানে কোন নিষেধাজ্ঞা নেই তাই আমি জায়গায় কাজ করতেছি বলে জানান।
এব্যাপারে নাজমুন নাহার বলেন, আলা উদ্দিন আমার থেকে জায়গা ক্রয়ের জন্য যে রেজিস্ট্রেট বায়না করছিল তা নির্দিষ্ট সময় পার হয়ে যায়। আলা উদ্দিনকে বায়না সম্পন্ন করার জন্য বারবার তাগাদা দেওয়া স্বত্তেও সে রেজিষ্টেশন সম্পন্ন করেননি। তাই আমি বাধ্য হয়ে ৭ মাস পর আলা উদ্দিনকে রেজিস্ট্রি বাতিলের উকিল নোটিশ প্রদান করি। বর্তমানে উক্ত জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও আলা উদ্দিন জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় কাজ চালিয়ে যাচ্ছে।আমি একজন নারী হিসেবে এর সুষ্ঠু বিচার চাই বলে জানান।
এব্যাপারে হাটহাজারী থানার ওসি ইনটেলিজেন্ট সৈয়দ উমরের কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন।