সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চট্টগ্রামে  গ্রেপ্তার হওয়া আবচারের মুক্তি চেয়ে পরিবারের সাংবাদিক সম্মেলন!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের বাকলিয়া হতে  গ্রেপ্তার হওয়া আবচারের মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
৩০সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়ার বাজার এলাকায় ১টি রেস্তোরায় এ সাংবাদিক সম্মেলন করেন।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবচারের বড় ভাই মোহাম্মদ খলিল। তার লিখিত বক্তব্য হুবহু নিম্নে তুলে ধরা হলো।
আমি মোহাম্মদ খলিল,পিতা মৃত নুরুল আলম, হাটখোলা রোড,রোজ ভ্যালি ভবন,ডাক্তার মাহাবুবুল হকের ভাড়াটিয়া,কালামিয়ার বাজার, ওয়ার্ড-১৮নং,বাকালিয়া, চট্টগ্রাম।
আমি আপনাদের মাধ্যমে,প্রশাসন,  দেশবাসী,জনপ্রতিনিধি ও সচেতন মহলকে অবগত করতেছি যে, আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমনকি ভাড়া বাসায় থাকতে পারছিনা। গত ২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আমাদের বাসায় ১০/১২জনের মত কিছু সাদা পোশাকধারী লোক এসে আমার ভাই নুরুল আবছার প্রকাশ শাহিনকে বাসায় ঘুমান্ত অবস্তা থেকে তুলে নিয়ে যায়।এসময় তার স্ত্রীকে মারধর করে আমার ভাই শাহীনকে নিয়ে যেতে চাইলে তখন আমি  বাধা দি।
 তখন তারা বলেন, ময়দার মিলে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দেবে। কিন্তু তারা ছেড়ে না দিয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার আগে আমদের বাসায় তাল্লাশি করে আমাদের বাসায় ব্যবহারের কিছু দা ছুরি সাথে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার পরে আমারা জানতে পারি আমার ভাইয়ের কাছে ৪২পিস ইয়াবা পেয়েছে বলে মামলা রুজু করে।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার প্রশ্ন হচ্ছে
আমার ভাইকে আমাদের বাসা থেকে নিয়ে যাওয়ার সময় আমি বাসায় ছিলাম তখন আমার সাথে বাহির থেকে আসা ব্যক্তিদের সাথে কথা হয় তখন আমাদের বাসায় দা ছুরি ছাড়া কোন মাদক পায়নি। আমার জানামতে কোন মাদক বা কোন দ্রব্য পেয়ে থাকলে তা স্থানীয় মানুষের কাছে দেখাতে হয় বা স্থানীয় মানুষকে স্বাক্ষী করতে হয়। কিন্তু তারা আমার ভাইকে নিয়ে যাওয়ার পর ইয়াবা পেয়েছে বলে মামলা দিয়েছে।মামলার এজাহারে উল্লেখ করছে আমার ভাইয়ের পরিধানকৃত লুঙ্গিতে কোমরের অংশে পেছানো অবস্থায় ইয়াবা পাওয়া যায় বলে।কিন্তু একজন মানুষ বাসায় ঘুমানো অবস্থায় লুঙ্গিতে ইয়াবা রেখে ঘুমায় এই প্রথম শুনলাম। যা দ্বারা প্রমাণিত হয় মামলা হয়রানি মুলক ছাড়া আর কিছুই নয়। মামলা দিয়ে তারা ক্ষান্ত হয়নি
 আমাদেরকে মুঠোফোনে অচেনা নাম্বার দ্বারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা তাদের ভয়ে বাসায় থাকতে পারছিনা। আমরা রাষ্ট্রীয় আইন মেনে সামাজিকভাবে বসবাস করতে চাই।রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত ছিলামনা।আমরা রাষ্ট্রীয় আইনকে সম্মান করি।
কেন আমার ভাইয়ের উপর এমন আচরণ করছে আমরা জানিনা।সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমার ভাইকে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।এবং প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। এ বিষয়টি নিয়ে
আমারা মিডিয়ার মাধ্যমে প্রশাসনসহ দেশবাসী,  রাষ্ট্রীয় কর্তা ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করছি।আমরা রাষ্ট্রীয় বিধিবিধানকে সম্মান প্রদর্শন করে  সামাজিকভাবে যেন বসবাস করতে পারি।