আবদুল মামুন,সীতাকুণ্ড-
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম। মঙ্গলবার ( ১ অক্টোবর) বিকাল ৪টার সময় সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় মোড়ক নিবন্ধন সনদ না থাকায় এবং ওজনে কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটস প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং ফারুকের মাছের দোকানকে ৫ শত টাকাসহ সর্বমোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একই সাথে বিসমিল্লাহ সুইটস প্রতিষ্ঠানকে সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করার জন্য নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহযোগীতায় ছিলেন, সিএম ফিল্ড অফিসার প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, মেট্রোলজি পরিদর্শক প্রকৌশলী সজিব চৌধুরী এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।