বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বাঘায় নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

 

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোঃ জয়নাল(১৬) চকরাজাপুর ইউনিয়নের পলাশী লক্ষীনগর গ্রামের মোঃ ইউনুস কাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর জয়নাল শুক্রবার সকাল ১০টায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। পরে স্থানীয় রা বিষয় জানার সাথে সাথে খোঁজ খবর শুরু করে এবং অনেক ক্ষন খোঁজার পরো এখনো তার কোন সন্ধান পাওয়ায় যায়নি। এই সংবাদটি লিখা পর্যন্ত নিখোঁজ জয়নালের কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, নিখোঁজ এর বিষয়টি তিনি মৌখিক ভাবে শুনেছেন৷