মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি “খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ডরপ ইভলভ প্রকল্প আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ও সিএস ও নেটওয়ার্কের অংশগ্রহণে পাইকগাছা ও কয়রার উপজেলার সিএস ও সদস্যদের সমন্বয়ে অভিজ্ঞতা সফর বিনিময় ও মতবিনিময় সভার উদ্ভাবন করেন গদাইপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজামান। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিটেটর ডরপ ইভলভ প্রকল্পের রুমানা পারভীন।
অভিজ্ঞতা সফর ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কয়রা মহারাজপুর ইউপি সচীব ইকবাল হোসেন,প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার মন্ডল,গদাইপুর ইউপি সচিব মোঃ বেলাল হোসাইন, ইউপি সদস্য শহিদুল ইসলাম,মোবারেক গাজী, আবুল হাসান, আব্দুল আজিজ,নাজমা বেগম,খুকু মনি বেগম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন,সিএসও সদস্য কাজী আবুল বাশার খোকা,ময়নউদ্দীন মাষ্টার,রওশন আরা বেগম, ফাতেমা আক্তার,ছন্দা সুলতানাসহ কয়রা পাইকগাছার অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।