গত ১৪ অক্টোবর ২০২৪ ইং তারিখ রোজ সোমবার জাতীয় দৈনিক মানব কন্ঠ পত্রিকার ৯ ম
পাতায় ‘বিএনপি নেতার দখলে কোটি টাকার পুকুর ‘ শিরোনামে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে এ সংক্রান্ত বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদগুলোতে ঘটনা সম্পর্কে যে তথ্য-উপাত্ত উত্থাপন করা হয় তা আদৌ সত্য নয় এবং একেবারে উদ্দেশ্য প্রনোদিত। তাই প্রকৃত ঘটনা নিম্নে তুলে ধরা হলো :
প্রকৃত ঘটনা হলো, ৫ ই আগস্টের পটপরিবর্তনের পর জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কয়েকটি বিবাদমান খাস পুকুরের মাছ ধরে নেয় গ্রামবাসি। এ ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান পুকুরটিকে নিজেদের দাবি করা রাশিদা সুলতানা নামক এক নারী আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর শরনাপন্ন হলে তারা সমাধানের জন্য উপজেলা বিএনপির সভাপতি- সম্পাদকের নিকট পাঠায়। পরে আমরা উভয়পক্ষকে নিয়ে শালিসি বৈঠক করে আপাতত স্থিতাবস্থা রেখে সামাজিক সমাধানের চেষ্টা করছি। কিন্তু একটি কুচক্রি মহলের ইন্ধনে বিএনপি নেতাদের চরিত্র হনন ও দলটির ইমেজ ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে ঐ নারী। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে মনগড়া সংবাদ পরিবেশিত হয়েছি। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই ও থানা পুলিশকে আহ্বান জানাই সঠিক তদন্ত সাপেক্ষে আদালতে দায়েরকৃত মামলার সত্য প্রতিবেদন উপস্থাপনের ।
ঘটনার বিষয় নিয়ে যা প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, ভিত্তিহিন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত বটে। তাই আমি উক্ত প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
স ম আফসার আলী
সভাপতি, তাড়াশ উপজেলা বিএনপি।