বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পাইকগাছায় কপিলমুনি বণিক সমিতির কমিটি গঠন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি “খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাত ৮টায় সমিতি কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার সাধুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চম্পক কুমার পালকে আহবায়ক,শেখ আনোরুল ইসলামকে সদস্য সচিব, মীর সাফায়েত হোসেন সাবান আলীকে কোষাধ্যক্ষ ও পলাশ কর্মকারকে সহকারীকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন ডাবলু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি ও কপিলমুনি বিনোদ্গঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাধন চন্দ্র ভদ্র, রতন কুমার দে, শেখ জুলফিকার আলী জুলু, আবুবক্কার, নীলকমল শীল, দেবব্রত সাধু, রেজাউল ইসলাম, মৃত্যুঞ্জয়, আব্দুল জলিল, তারক মজুমদার, বিপ্লব দত্ত প্রমুখ।