বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বাজার মনিটরিং এর অংশ হিসেবে সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযান  

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আবদুল মামুন,সীতাকুণ্ড-

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) উপজেলার শুকলালহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। এসময় দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যথাক্রমে-আমজাদ স্টোর ২ হাজার, শফিউল স্টোর ১ হাজার, দেলোয়ার স্টোর ৩ হাজার, শাহাদাত স্টোর ৩ হাজার, ফারুক স্টোর ২ হাজার, বাদশা স্টোর ১ হাজার, রিয়াজ স্টোর ১ হাজারসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে শুকলালহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকায় সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহযোগীতায় ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।