বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ার কেরানি হাটে অগ্নিকাণ্ডে ১টি দোকান পুড়ে ছাই!

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
সাতকানিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া  উপজেলার কেরানি হাটে কাঁচা,বাজার সংলগ্ন বিমান মার্কেটের নিচতলায় বিসমিল্লাহ ট্রেডিং নামের মুদির দোকানে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৩অক্টোবর বুধবার ভোর ৬টার দিকে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতকানিয়া স্টেশনের অফিসার  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  ফায়ার স্টেশনের সদস্যদের
চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১টি দোকানঘর ভস্মিভূত হয়ে যায় বলে জানান তিনি।
এদিকে আগুনের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রেপাত  হয় বলে  জানিয়েছেন।
এদিকে আগুন নেভানোর কাজে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা সহয়তা করেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে।
যেখানে প্রায় ২০/২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।