দেবহাটায় প্রশাসনের বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি সভা!
মোঃ রিয়াজুল ইসলাম(আলম)দেবহাটা/সাতক্ষীরা
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর, ২২ ইং সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, আইডিয়াল সমন্বয়কারী নজরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, পারুলিয়া ইউপি গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা সোনালী ব্যাংক কর্মকর্তা আল আমিন হোসেন, সরকারী কেবিএ কলেজের শিক্ষক রোভার স্কাউট নেতা আবু তালেব, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাসবুরা তাসরিন (তানিয়া) প্রমুখ। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং উপ-কমিটি গঠন করা হয়।