চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মৃত প্রশান্ত বড়ুয়ার একমাত্র কন্যা প্যারালাইসিস রোগী শিবু রানী বড়ুয়াকে বসতভিটা সহ যাবতীয় সম্পত্তি আত্মাসাৎ করার চেষ্টা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।
এবিষয়ে শিবু রানী বড়ুয়া বাদী হয়ে পটিয়া৷ প্রথম সিনিয়র যুগ্ম জজ আদালতে অপর মামলা নং১৬/২৪ ইং দায়ে করে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায়
উক্ত মামলার বিবাদীগণ জঙ্গলখাইন ইউপি’র এক সদস্যর পরস্পর যোগসাজশে শিবু রানী বড়ুয়ার ওয়ারিশ সনদ বাতিল পূর্বক বসতভিটা জায়গা জবরদখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে শিবু রানী বড়ুয়া অভিযোগ করেন।
সুএে জানায় যায়, প্রশান্ত বড়ুয়া মরনে এক কন্যা সন্তান রেখে যায় যাহার নাম শিবু রানী বড়ুয়া। জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান বিগত ২০১৪ সালে সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন ফরিদ ও ২০২১ সালে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গাজী ইদ্রিস ওয়ারিশ সনদ প্রদান করেন। এছাড়াও শিবু রানী বড়ুয়ার স্মার্ট কার্ড,জাতীয় পরিচয় পএ, জাতীয় সনদ সব রয়েছে। এর মধ্যে
প্রতিপক্ষ বিবাদীগণ তার ওয়ারিশ সনদ বাতিল করে নতুন করে তার শিবু রানী বড়ুয়ার বসতভিটা সহ যাবতীয় সম্পত্তি দখলে নিতে নানান কূটকৌশল অবলম্বন করে যাচ্ছে বলে শিবু রানী বড়ুয়া এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ প্রশাসন সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রাম আদালতের এপিপি এডভোকেট ফরিদ উদ্দীন বেলাল জানান, আদালতে মামলা বিচারাধীন আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি চুড়ান্ত।