সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
“সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে সাতকানিয়া উপজেলা হলরুমে উপজেলা সমবায় অফিসার আবু মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও অডিট অফিসার অসীম কান্তি দে এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ শাহরিন হোসেন,সাতকানিয়া পৌর জামায়াতের আমীর মোহাম্মদ ওয়াজেদ আলী,সাতকানিয়া সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও অডিট অফিসার অসীম কান্তি দে,নির্বাচন অফিসার রিকল চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুদ্দীন,আইসিটি সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন,উপজেলা সহকারী প্রকৌশলী ( জনসাস্থ্য) মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার শামশুদ্দিন,
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানি হাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন,কেরানি হাট সিটি সেন্টার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওসমান গণি,মির্জাখিল সোনাইছড়ি সমবায় সমিতির সভাপতি মাওলানা শামশুল আলম,সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কামাল উদ্দিন, কেরানি হাট ব্যবসায়ী সমবায় সমিতির সহ সভাপতি মোরশেদুল আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দ।