মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

মধুপুরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলে জরিমানা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ এলাকায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩নভেম্বর) দুপুরে পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসাবে মধুপুর উপজেলার গোপদ এলাকার ৫টি রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুসারে ৫টি মামলায় ৫ জনকে মোট ২৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এ সময় তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন, মধুপুর থানার চৌকস পুলিশ অফিসার এস.আই রেজাউল করিমের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।