মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

তারাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দায় ২ নভেম্বর (শনিবার) ৫৩তম জাতীয় সমবায় দিবসে” সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে উপজেলা হলরুম মিলনায়তনে সকাল ১১ টায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায়ীবৃন্দ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, ১১:৩০ মিনিটে বর্নাঢ্য সমবায় র‍্যালি, ১২ টায় অতিথিদের আসন গ্রহন ও ১২:৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।

এ-সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, যুব উন্নয়ন অফিসার আবু আহসান মোঃ রেজাউল করিম,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন, সাংবাদিক তৌকির আহমেদ শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি তারাকান্দা উপজেলা প্রেসক্লাব), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম মাস্টারসহ গণমাধ্যমকর্মী ও যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগত টাকা, যুব ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা, গাছের চারা ও সনদ বিতরণ করা হয়।