সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেডিক পার্টি (এলডিপি) এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক শ্রমিক দলের নাছির উদ্দিনকে সভাপতি,নাজিম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি ও মোহাম্মদ রাসেলকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
৫নভেম্বর মমঙ্গলবার সন্ধ্যায় কেরানি হাটে গণতান্ত্রিক শ্রমিক দলের কর্মী সম্মেলনে এলডিপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল ৫১সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন শাখার গণতান্ত্রিক শ্রমিক দলের নাছির উদ্দীন-সভাপতি, নেজাম উদ্দীন-সিনিয়র সহ-সভাপতি,আব্দুস ছফুর আব্দু-সহ সভাপতি, মোহাম্মদ নুরুন্নবী-সহ সভাপতি, আইয়ুব খাঁন-সহ-সভাপতি,গুরা মিয়া-সহ-সভাপতি,
শাহজাহান -সহ-সভাপতি,গুরা মিয়া-সহ-সভাপতি,আব্দুল আলম-সহ-সভাপতি,মোহাম্মদ রাসেল-সাধারন সম্পাদক,
জানে আলম-সিনিয়র যুগ্ম সম্পাদক,মোহাম্মদ আজিজ-সহ-সাধারন সম্পাদক,তৌহিদুল ইসলাম-সহ-সাধারন সম্পাদক,মোহাম্মদ ফোরকান-সহ-সাধারন সম্পাদক,
আবুল কালাম নন্না-সহ-সাধারন সম্পাদক,মোহাম্মদ হানিফ-সহ-সাধারন সম্পাদক,শাহ আলম-সংগঠনিক সম্পাদক,আব্দুল গফুর-সহ-সাংগঠনিক-সম্পাদক,মেহাম্মদুল হক-সহ-সাংগঠনিক সম্পাদক,জাহাঙ্গীর আলম-প্রচার সম্পাদক,মোহাম্মদ মান্নান-সহ- প্রচার সম্পাদক,মোহাম্মদ সম্রাট-দপ্তর সম্পাদক,মোহাম্মদ আবছার-সহ-দপ্তর সম্পাদক,এহছান মাহি (প্ৰঃ বাইন)-অর্থ সম্পাদক,মুমিনুল হক-সহ-অর্থ সম্পাদক,মোহাম্মদ রেজাউল-ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক,আব্দুস ছাত্তার-সহ-ত্রান ও সমাজ কল্যান,মোহাম্মদ শফি-ধর্ম বিষয়ক সম্পাদক,মোহাম্মদ ইসলাম-সহ-ধর্ম বিষয়ক সম্পাদক,মোহাম্মদ বশির
শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক,মোহাম্মদ সোহেল-সহ শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোজাফ্ফর আহমদ-কৃষি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মোজাফ্ফর-সহ কৃষি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ইদ্রিছ-সিনিয়র সদস্য,
আমান উল্লাহ-সিনিয়র সদস্য,মোঃ ইকবাল-সিনিয়র সদস্য,মোঃ মফিজ-সিনিয়র সদস্য,মোঃ কাশেম-সিনিয়র সদস্য,মোঃ লিটন-সিনিয়র সদস্য,মোঃ আইয়ুব-সিনিয়র সদস্য,নুরুচ্ছফা-সিনিয়র সদস্য,মোঃ ফেরদৌস-সিনিয়র সদস্য,শাহজাহান-সিনিয়র সদস্য,মোঃ ইউছুপ-সদস্য,আব্দুস ছবুর-সদস্য,মোঃ রফিক-সদস্য,গুরা পুতু-সদস্য,নুরুল আলম-সদস্য,মোহাম্মদ ফারুক-সদস্য,মোঃ লোকমান-সদস্য,মোঃ মোরশেদ-সদস্য,মোঃ ইসমাইল-সদস্য,মোঃ জসিম-সদস্য।