মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ।

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মোঃ সাকিব খান, মাগুরা জেলা সাংবাদিক,

মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য খোর্দ্দরহুয়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মৃত্যু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় প্রথমে যশোর ৫৫ ডিভিশনের ১৪ ইস্ট বেঙ্গলের লেঃ ফয়সাল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এবং পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস গার্ড অব অনার প্রদান করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস ৩ নং সেক্টরে যুদ্ধ করেন। মঙ্গলবার সকাল ১১ টায় জানাজা শেষে খোর্দ্দরহুয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।