সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি দোয়া এবং এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা শটিবাড়ী মোড়ে অনুষ্ঠিত এ দোয়া ও দাওয়াতী সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাবেক আমির, মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং টাংগাইল জেলা শাখার কর্ম পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মন্তাজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর পৌর সাংগঠনিক শাখার আমির ও টাংগাইল জেলা শাখার সুরা সদস্য, মাওলানা রিজোয়ানুল্লাহ খান, পৌর সাংগঠনিক শাখার সেক্রটারি মাওলানা আবু সাইদ, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উক্ত দাওয়াতী সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোকদিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ।