মোঃ মামুন হোসাইন। স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উপলক্ষে “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি” এই স্লোগানে পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর ২০২৪) ট্রাফিক সপ্তাহ অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে হেলমেট বিতরণ ও মহাসড়কে মোটরসাইকেল চালকদের সতর্কতামূলক প্রচার প্রচারণা চালিয়েছে পটুয়াখালী জেলা ট্রাফিক পুলিশ।
পটুয়াখালীর বড় চৌরাস্তায় বিকেল সারে ৪টায় হেলমেট বিহীন ভাড়ায় চালিত ও মালিকানাধীন মোটরসাইকেল চালকদের গাড়ি দাড় করে সতর্কতামূলক প্রচারণা করেছে পটুয়াখালী জেলা ট্রাফিক পুলিশ।
এ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সেনাবাহিনীর মেজর সামিউল, পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সার্জেন্ট মাখম লাল ও মোঃ রাসেল আহমেদ।