রতন কান্তি দাশ,বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী সুখছড়ী গ্রামে ৬৭তম শ্রী শ্রী রাস মহোৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মহতী ধর্মসভার মধ্যদিয়ে সুখছড়ী কালীবাড়ী প্রাঙ্গনে ৪দিন ব্যাপী এই মহোৎসব শুরু হয়।
এদিন ধর্মসভায় হরিসাধন দাশ ও অজয় মজুমদারের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রিয়তোষ দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজয় কিশোর দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রা দাশ, মিল্কি রানী দাশ, ফরেস্টার বাদল কান্তি দাশ, সাধন বিকাশ দাশ, ডাঃ রিটন দাশ, দিলীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
রাস কমিটির সাধারণ সম্পাদক ডা: রিটন কান্তি দাশ বলেন, “জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাসের শুভেচ্ছা রইলো, সবাই উৎসব মুখর পরিবেশে রাস মহোৎসব উদযাপন করবেন। এছাড়াও মহোৎসবে আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ করেন তিনি।”