সীতাকুণ্ড প্রতিনিধি-
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলের লরির চাপায় নাজমা আক্তার (৩৪) নামে এক ভিক্ষুক নারীর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার একজন ভিক্ষুক। তার বাড়ী নেত্রকোনা জেলায়। তিনি মাদামবিবিরহাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী গ্রামের রোড দিয়ে হেটে ভিক্ষুক করতে যাওয়ার সময় আবুল খায়ের স্টিল মিলের রড বোঝাই একটি লরি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, লরি চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।