সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সোনাগাজীতে বিউটি ম্যানশনের মালিক কর্তৃক ব্যাবসায়ী ও ভবন মালিকদের হয়রানির অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ফেনী প্রতিনিধি:
সোনাগাজী পৌর-শহরের জিরোপয়েন্টে অবস্থিত বিউটি ম্যানশনের মালিক ফেরদৌসী বেগম বিউটি ও তার অপরাপর সহযোগীদের বিরুদ্ধে ওয়ালটন রিসেইলার নুরুল করিম শিমুল, চাকলাদার মার্কেটের স্বত্বাধিকারী জুলহাস হোসাইন রাসেল চাকলাদার এবং আমিন টাওয়ারের মালিক আলাউদ্দিন কে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালটন রিসেইলার শোরুমের ভিটি ৫শতক ভূমি চরগনেশ মৌজার দিয়ারা ৭৫নং খতিয়ানের ৭৬৬দাগ বটে, যাহা আমিন টাওয়ারের মালিক আলাউদ্দিন গং দের পিতা রুহুল আমিন ও আবদুর রশিদের নামে খতিয়ান প্রচারিত রয়েছে, সেই মতে সড়ক বর্ধিতকরণ কাজের জন্য অধিগ্রহন ও হুকুম দখল অধ্যাদেশের ৩ ধারা মতে ফেনী জেলা এলও অফিস থেকে নোটিশ প্রদান করা হয়েছে। এরই মধ্যে মরহুম রুহুল আমিনের ওয়ারিশগগণ কর্তৃক বিজ্ঞ আদালতে এলএসটি মামলা দায়ের করায় এবং বর্তমান দখলদার ফেরদৌসী বেগম বিউটির মালিকানার পক্ষে কাগজপত্র ঠিক না থাকায় তিনি ক্ষতিপূরণের চেক নিতে ব্যার্থ হন।

নিজের দখলকৃত মূল্যবান ভূমির মালিকানার কাগজপত্র ঠিক না থাকার তথ্য ফাঁস হয়ে গেলে ক্ষিপ্ত হয়ে উঠেন ফেরদৌসী বেগম বিউটি ও তার সহযোগীরা। দোকার ঘরের চুক্তির মেয়াদ বহাল থাকা অবস্থায় ওয়ালটন রিসেইলার নুরুল করিম শিমুল কে বেআইনী ভাবে ঘর ছেড়ে দিতে বলে এবং হুমকি প্রদান করে, এই নিয়ে একাধিক বার শালিশি বৈঠক হলেও কোন সমজোতা হয়নি।

ফেরদৌসী বেগম বিউটির দখলকৃত ভূমি ৭৫নং খতিয়ানের ৭৬৬ দাগে হলেও তার পার্শ্ববর্তি ৭৬৭ দাগের মালিক ও চাকলাদার মার্কেটের স্বত্বাধিকারী জুলহাস হোসাইন রাসেল চাকলাদারের বিরুদ্ধে ফেনী এলও অফিসে লিখিত অভিযোগ দেন ফেরদৌসী বেগম বিউটি, এতে ক্ষতিপূরণের চেক উত্তোলনে হয়রানির মুখে পড়েন রাশেল চাকলাদার।

একই রকম ভাবে ৭৫নং খতিয়ানের ৭৬৬ দাগের রেকর্ড সূত্রে মালিক রুহুল আমিনের ওয়ারিশ ও আমিন টাওয়ারের মালিক আলাউদ্দিন কেও হুমকি প্রদান করে এলএসটি মাসলা প্রত্যাহারের জন্য।

এই ঘটনায় সরেজমিন অনুসন্ধানকালে চাকলাদার মার্কেটের স্বত্বাধিকারী জুলহাস হোসাইন রাসেল চাকলাদার বলেন, আমার ভূমির সাথে বিউটির ভূমির কোন যোগসূত্র এবং বিরোধ নেই, শুধামাত্র হয়রানির উদ্যেশ্যেই এলও অফিসে অভিযোগ দিয়েছে, বিউটির নিজের ভূমির মালিকানার ধারাবাহিকতা ঠিক নেই অথচ তিনি আমার ভূমির বিরুদ্ধে অভিযোগ আনছেন, যা হাস্যকর বটে। এর আগে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ভূমি মরগেজ দিয়ে ঋণ নেয়ার চেষ্টা করেও সে ব্যার্থ হয়েছে, আমি স্থানীয় ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কে অনুরোধ করবো বিতর্কিত ও মামলা চলমান ভূমি মরগেজ দিয়ে যাতে কোন ঋণ প্রদান না করা হয়।

ওয়ালটন রিসেইলার শোরুমের স্বত্ত্বাধিকারী নুরুল করিম শিমুল বলেন, আমার সাথে ভাড়ার চুক্তি এখনো বহাল আছে, অথচ আইন লঙ্গন করে গায়ের জোরে আমাকে দোকান ছেড়ে দিতে বলে, আমার ব্যাবসায়িক সাফল্যে ইশ্বান্বিত হয়ে অসাধু মহলের প্ররোচনায় এমন কাজ করে থাকতে পারেন, গন্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে বৈঠক হলেও এখনো পর্যন্ত কোন সমাধান হয়নি।

আমিন টাওয়ারের স্বত্ত্বাধিকারী মাওলানা আলাউদ্দিন বলেন, ৭৫ নং খতিয়ানের ৬৬ দাগ আমার পিতা মরহুম রুহুল আমিনের নামে প্রচারিত হয়েছে, যার বিএস রেকর্ড ভুল হওয়ায় আমি বিজ্ঞ আদালতে এলএসটি মামলা দায়ের করেছি, আইনগত মোকাবেলার পরিবর্তে বিউটি ও তার সহযোগীরা আমাদের কে মালিকানার অভিযোগ প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে, যা সম্পূর্ণ বেআইনী।

এই বিষয়ে জানতে বিউটি ম্যানশনের মালিক ফেরদৌসী বেগম বিউটির সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি, পরে তার স্বামী কামাল উদ্দিন হেলালের সাথে কথা বললে তিনি বলেন, আমার স্ত্রীর পারিবারিক সম্পত্তির বিষয়ে কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করেছে, অহেতুক গায়ে পড়ে জামেলা করার চেষ্টা করছে।