পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-পটিয়া বাইপাস সড়কে বাস চাপায় মোঃ আনোয়ার (৫৫) নামে এক সিএনজি টেক্সি চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার পটিয়া উপজেলার কচুয়াই ৩ নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে চালক মোঃ আনোয়ার কচুয়াই শাখা সড়ক থেকে পৌর সদরে যাওয়ার পথে বাইপাস সড়কে সিএনজি নিয়ে উঠার সময় কক্সবাজার গামী ঈগল পরিবহনের দ্রুতগামী একটি বাস ওই সিএনজি চালিত অটো টেক্সিকে ধাক্কা দেয়। এসময় সিএনজি ট্যাক্সিটি ধুমড়ে মুছড়ে চালক মোঃ আনোয়ার গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত আনোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহত চালকের ছোট ভাই মোঃ জহির বাদী হয়ে ঘাতক বাসের চালক মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আনিসুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। নিহত চালকের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি