চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জায়গা জমির বিরোধ নিয়ে ২পক্ষের বিরোধের অভিযোগ উঠেছে।
গতকাল রাত আনুমানিক ১টার দিকে চন্দনাইশ উপজেলার পৌরসভার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘঠে বলে জানা যায়।
এব্যাপারে মৃত কবির আহমদের সন্তান মোঃ ইসমাঈল(৬৭)বাদী হয়ে একই এলাকার মৃত বখতিয়ার উদ্দিনের ছেলে মোঃ সেলিম উদ্দিন (৪৫) কে প্রধান অভিযুক্ত করে ৮জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বর্নিত , বিবাদীদের সহিত
বাদী পক্ষের সাথে পূর্ব হইতে জায়গা জমি নিয়ে বিরোধ চলিয়া আসছিল।
এই নিয়ে ১৫/১১/২০২৪ ইং তারিখে সকাল ৯টার দিকে বিবাদীগণ ও অজ্ঞাতনামা বিবাদীগণ সহ আমার বাড়ি নির্মাণ কাজ করার সময়ে অতর্কিত ভাবে এসে আমার বাড়ির কাজের নির্মাণ শ্রমিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।সেইসাথে আমার পরিবারের লোকজনের উপর হামলা করে। নির্মাণ কাজের শ্রমিকদের বাঁধা প্রদান করে এবং চাঁদাও দাবী করে।
এসময়ে আমার পরিবারের লোকজন প্রতিবাদ করলে উপরোক্ত বিবাদীগণ অজ্ঞাতনামা বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমাদের হুমকি প্রদান করেন।
এরপর থানায় অভিযোগ করার পরে গত ১৭/১১/২০২৪ ইং রাত আনুমানিক ১১টার সময়ে বিবাদীগণ লোহার রড়,হাতুড়ি ও স্কেভেটর এনে আমার বাড়ির নির্মিত পাকা বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয়।
পরে আমরা দিশেহারা দিগবিদিক ছুড়াছুঁড়ি করি।পরে নিরুপায় হয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে থানা পুলিশের সহযোগিতা নিই।
এব্যাপারে অভিযুক্ত সেলিম উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি পুরো ভিত্তিহীন। আমি আমার খতিয়ান ভুক্ত জায়গায় কাজ করতেছি উল্টো তারা আমার কাজে বাঁধা দিলে আমি স্থানীয় লোকজনের সহয়তা নিলে, স্থানীয়রা সামাজিক ভাবে বিষয়টি সমাধান করে দিবে বলে আশ্বস্ত করে। কিন্তু বাদীপক্ষ তা না মেনে গায়ের জোরে দখলে নিতে চেষ্টা করে বলে জানান।
এব্যাপারে চন্দনাইশ থানার এস আই ভক্ত চন্দ্র এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতে জরুরি সেবার ফোন পেয়ে তিনি ঘটনা স্থলে দ্রুত চলে যান। এবং পরিস্থিতি নিয়ণন্ত্রে আনে এবং দুই পক্ষকে থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন বলে জানান।