সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

লামায় রুহুল কাদের এর বাগান থেকে সেগুন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মুহাম্মদ এমরান, বান্দরবান,
লামায় রুহুল কাদের নামক এক কৃষকের বাগান থেকে ২০-২৫টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে বোরহান উদ্দিন লামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে গত ১৮ নভেম্বর এ ঘটনাটি ঘটে।

মোঃ বোরহান উদ্দিন বলেন, আমার পিতা মোঃ রুহুল কাদের এর নামে ২৮৪নং ইয়াংছা মৌজার রাবার/১০৮ নং হোল্ডিং এর আন্দর জমি আছে। উক্ত রাবার প্লটের পার্শ্ববর্তী আমার পিতার দখলে ৯৬৯ ও ৯৭০ নং দাগের মোট ৪.০০ একর জায়গা দখলে আছে। উক্ত জমিতে আমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে বাগান সৃজন করে বিগত ৩০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে দখলে আছেন।

কিন্তু, বিগত ১৮ নভেম্বর সকাল ৮ঘটিকার সময় আমাদের অজান্তে, পুইহ্লাচিং মার্মা,মুবিনুল ইসলামসহ আরো কয়েকজন লোক এসে
আমার পিতার রোপণ করা আনুমানিক ২৫ টি সেগুন গাছ কেটে ফেলে। উক্ত গাছ গুলো লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পিছনে নদী পথে পাচার করে নিয়ে যাওয়ার অপচেষ্টা করার সময় আমি খবর পেয়ে তাদের আটক করার চেষ্টা করলে তারা আমাকে বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং আমার পিতার রাবার বাগান হইতে রাবার গাছ কেটে নিয়ে যাবে বলেও হুমকি দিচ্ছে। এবিষয়ে আমি লামা থানায় একটি অভিযোগ দিয়েছি।

এবিষয়ে অভিযুক্ত মোঃ মুবিনুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নামে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। তাদের সাথে আমার জায়গা নিয়ে দন্ড চলতেছে। পুইহ্লাচিং মার্মার জায়গা থেকে প গাছ কেটে নিয়ে গেছে। গাছগুলো পুইহ্লাচিং মার্মার রোপণ করা।
এবিষয়ে পুইহ্লাচিং মার্মার মোবাইল ফোনে কল দিলে তার ফোন বন্ধ হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।