নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের সীতাকুণ্ডে কামরুল এনাম সিদ্দিকী প্রকাশ জাহাঙ্গীর (৫৫) নামে এক ব্যবসায়ীর ওপর চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা অতর্কিত হামলার অভিযোগ উঠে এসেছে। এসময় তারা ব্যবসায়ীর হাতে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় জাহাঙ্গীরের শ্যালক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬।
গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন পূর্ব বাঁকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আসামীরা হলেন-সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শামসুল আলমের পুত্র মোঃ দিদার (৩৫), ননা মিয়া’র পুত্র সাকিব (২২), এবং হৃদয় (২৩), পিতা-অজ্ঞাত, মাতা নার্গিস আক্তারসহ অজ্ঞাতনামা ৫/৬ জন।
সীতাকুণ্ড মডেল থানা মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ শেফায়েত উল্লাহ (৪০) বলেন, আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। আমার দুলাভাই কামরুল এনাম ছিদ্দিকী (৫৫) একজন ব্যবসায়ী। আমার দুলাভাইয়ের ইট, বালু ও রড সিমেন্টের ব্যবসা রয়েছে। ব্যবসার বিষয় নিয়ে আমার দুলাভাইয়ের সঙ্গে বিভিন্ন জনের মতপার্থক্য আছে। বিবাদীরা উচ্ছৃংখল ও খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। অজ্ঞাতনামা ব্যবসায়ীর ইন্ধনে বিবাদীরা আমার দুলাভাইকে ফোন করে কথিত গ্রাহকের পরিচয়ে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্ব বাঁকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসতে বলে। আমার দুলাভাই সরল বিশ্বাসে সিএনজি অটোরিকশা যোগে উক্ত স্থানে আসলে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে সিএনজি থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপ মারতে থাকে। তার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। এসময় গুরুত্বর অবস্থায় প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তিনি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাঁকখালী এলাকায় একজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।