শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নেতৃত্বে অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবযোগদানকৃত সকল সদস্যরা খাগড়াছড়ি জেলা সদরের স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
২৪ শে নভেম্বর রোজ রবিবার সকাল ৯.৩০ মিনিটে
পরিষদের সকল সদস্যদেরকে সাথে নিয়ে স্মৃতিসৌধে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। সেখানে পৌঁছে বীর শহীদদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন, পরে ফুল দিয়ে বীর শহীদদের সম্মান প্রদর্শন করেন। এ সময় জুলাই আগষ্টের বিপ্লবী বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মদানকারী সকল হতাহত ও শহীদদের কথা স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনের সকল পরিষদের সদস্যদের আন্তরিকভাবে পাশে থাকার আহ্বান জানান।
আমরা সকলে বাংলাদেশী এদেশ পাহাড়ি-বাঙালি সকলের উল্লেখ করে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে আরো আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বানও জানান। এ সময় সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে সব বিষয়ে সুন্দর দিয়ে জনগণের স্বার্থের কথা চিন্তা করেই কাজ করার কথা বলেন। স্মৃতিসৌধে তার সাথে অন্তর্বর্তীকালীন পরিষদের ১৪ জন সদস্য সবাই উপস্থিত ছিলেন।