অজাহা ত্রিপুরা,লামা,বান্দরবান।
তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে সকল অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে।
‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪’ এর আয়োজনে সোমবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে জাতীয় সঙ্গিতের মাধ্যমে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ দূর্ণীতি বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে লামা উপজেলা কমিটির সভাপতি দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ এম ইমতিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং।
বক্তব্য দেন, মাতামুহুরি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক কমিটির সহসভাপতি অংথিং রাখাইন, সাধারণ সম্পাদক, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ শুক্কুর, একতা এনজেড পরিচালক, বিশিষ্ট নারী নেত্রী, সমাজ সেবক আনোয়ারা বেগম। সাংবাদিক তানফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, মফস্বল সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ রফিক।
বক্তারা বলেন, ‘নতুন বাংলাদেশ’কে দুর্নীতিমুক্ত, সুশাসিত, জবাবদিহিমূলক করে দেশের অভীষ্ট অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। নতুন বাংলাদেশ এর অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজীরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে।
সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য। বক্তারা আরো বলেন, নীতি নৈতিকতায় বিশ্ব জরিপে বাংলাদেশের সূচক আশা ব্যঞ্জক।
উন্নত দেশগুলো দুর্নীতি প্রতিরোধে সজাগ থাকলে স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলোতে দুর্ণীতির সুযোগ হয় না। প্রতিবেশ দেশের আগ্রাসী, কর্তৃত্ববাদ মানসিকতা বর্জন ও দেশীয় সক্ষমতা বৃদ্ধির আহবান জানান।