সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি,
নারী-কন্যার সুরক্ষা করু,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এই
প্রতিপাদ্যকে সামনে বেগম রোকেয়া দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা সন্মননা চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা এস এম জিন্নাত সুলতানারও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ,দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মো: মোরশেদ,প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিশনার পরানটু চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহমান প্রমুখ।
সভা শেষে উপজেলা পর্যায়ে ক্যাটাগরী ভিত্তিক ৩জন নির্বাচিত জয়িতাদের সন্মননা ও ক্রেস্ট প্রদান করেন।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি