সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সীতাকুণ্ডে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ড প্রতিনিধি-

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সীতাকুণ্ড  উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ৬টি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ এবং কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পশ্চিম লালানগর গ্রামের ঈমান আলী মৌলভীর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-ওই এলাকার হাফেজ সফিক উল্ল্যাহ, আব্দুস সালাম, মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুন্নবী, মোঃ ইসহাক ও মোঃ ইউসুফ। এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মূহুর্তেই ছয়টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া ঘরের ধান-চাল, আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিকস পণ্যসামগ্রীসহ সব মালপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।