সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানার উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানা শাখার উদ্যেগে ১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর সোমবার বিকাল ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক শহর কেরানি হাটে অবস্থিত বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের সামনে মাটে বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সাজ্জাদুল ইসলামের কোর আন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার সভাপতি ফোরকান আজাদ,উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন , উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার সাংগঠনিক সম্পাদক আফসারুল মোমিন,
বাজালিয়া ইউনিয়নের সভাপতি মাশুকুর রহমান চৌধুরী,খাগরিয়া ইউনিয়নের সভাপতি ইয়ার মোহাম্মদ, বাজালিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি ইসমাইল হোসাইন মোহাম্মদ রাশেদ, কেঁওচিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ছদাহা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন,সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী,কেঁওচিয়া ইউনিয়ন শাখার বায়তুল মাল সম্পাদক নুরুল হোসাইন ,উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার যুব বিভাগের সভাপতি জাহেদুল আলম প্রমুখ।
দেশ্বাত্ববোধক গান পরিবেশন করেন হাফেজ এহসানুল কবির নাঈম।