সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সীতাকুণ্ডে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ড প্রতিনিধি-

চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয় এবং উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড মডেল থানা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এছাড়া সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে প্যারেড সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, গালর্স গাইর্ড, ক্যাডেট কোর। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতেকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিজয় মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইসচার্জ মোঃ মজিবুর রহমান কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টোশন অফিসার নূরুল আলম দুলাল, সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা একে এম আবু তাহের বিএসসি, সীতাকুণ্ড উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরপরি বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযোদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। রাজনৈতিক সংগঠন গুলোর মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, মহিলা দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনগুলো বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজয় ‌র‍্যালী বের করেন।