সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে জামায়াতের বিজয় র‍্যালী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ড প্রতিনিধি-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন র’ নেতৃত্বে মিরেরহাট বাজার থেকে একটি বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একাধিক স্থানে পথসভা শেষে ভূঁইয়ার হাট বাজারে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কুতুবউদ্দিন শিবলী। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাবার পর মানুষ খোলা বাতাসে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে।
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ মন খুলে বিজয় দিবস উদযাপন করছে। আগামী দিনে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন বলেন, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বার বার লড়াই সংগ্রামের ইতিহাস। এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা-মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার ইতিহাস। বর্তমান আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সামনে দুটি রাস্তা খোলা, হয় মাতৃভূমি রক্ষা করবো না হয় শহীদ হবো। র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, অফিস সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল করিম আরমান, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মামুন উদ্দিন, ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কামরুল হাসান বাপ্পিসহ নেতাকর্মীবৃন্দ।