বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চাদঁপুরে জাহাজ ঘটনায় মাগুরা মহম্মদপুরের ২ জন আহত।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাকিব খান,মাগুরা জেলা প্রতিনিধি,

চাঁদপুরের হরিনা বয়ায় নোঙরে থাকা জাহাজে ডাকাতি!মহম্মদপুরের ২জন নিহত…

চাঁদপুর জেলার হরিনাঘাটে ভয়াবহ ডাকাতির ঘটনায় আটজনকে হত্যার ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার ২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতেরা হলেন,মোঃ সজিবুল ইসলাম। তিনি উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের দাউদ মোল্যার ছেলে।
অন্যজন একই উপজেলার চর- যশোবন্তপুর মোঃ আনিচ মোল্লার ছোট ছেলে মোঃ মাজিদুল ইসলাম।মাজিদুল আক্রমণে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পর আজ বিকাল ৫ টার সময় ইন্তেকাল করেছেন।

চাঁদপুরের মাঝির-চর হরিনা বয়ার বিপরীত পাশে এম. ভি.আল-বাকেরা জাহাজে ভয়াবহ ডাকাতির ঘটনায় জাহাজের ৮ জনকে হত্যা করা হয়েছে।একজনের শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আর তিনিই ছিলেন মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের সজিবুল ইসলাম।সজিবুল ডাকাতি হওয়া জাহাজে গ্রীজার বা অয়েল ম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এই ঘটনায় অপর আরও একজনের বাড়ি পলাশবাড়িয়া গ্রামে বলে প্রাথমিক ভাবে জানা গেছে তবে তিনি বর্তমানে পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া মামা বাড়িতে থাকেন।এবিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। পরবর্তী আপডেট জানতে সাথেই থাকুন।