মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি :
পাইকগাছায় এক কোটি নব্বই লাখ টাকা চেক প্রতারনা মামলায় ব্যবসায়ীকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।
মামলা সূত্রে জানাগেছে, সাতক্ষিরা জেলার সদর উপজেলার ব্যবসায়ী মুন ইন্টারন্যাশনালের সত্বাধিকারী শেখ মামুন-উর-রশীদ দীর্ঘদিন ভারতীয় পণ্য আমদানী রফতানি ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীক সূত্রধরে তার নিকট আত্মীয় একই জেলার কালীগঞ্জ উপজেলার সিনহা ইনপেক্স ইন্টারন্যাশনালে সত্বাধিকারী আশফুদ্দৌলা শাওনের সাথে ব্যবসায়ীক লেনদেন করে আসছেন। লেনদেনের একপর্যায়ে সিনহা ইনপেক্স ইন্টারন্যাশনাল সত্বাধিকারী আশফুদ্দৌলা শাওনের নিকট এক কোটি নব্বই লাখ টাকা পাওনা হয়। মুন ইন্টারন্যাশনাল সত্বাধিকারী শেখ মামুন-উর-রশীদের। পাওনা টাকা চাইলে এক মাস সময় নিয়ে গত ৯ সেপ্টেম্বর ২৪ ইং তারিখে ১,৯০,০০০০০/ টাকা উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটি চেক প্রদান করেন। গত ১৭ অক্টোবর ২৪ ইং তারিখে নগদয়ানের জন্য চেকটি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে টাকা না পেয়ে আসামী আশফুদ্দৌলা শাওনের নিকট মোবাইল ফোনে কল দিয়ে ব্যাংকের বিষয় জানালে টাকা পরিশোধের বিষয়ে কোন সদউত্তর না দিয়ে উদাসিনতা দেখাতে থাকে।
গত ২১অক্টোবর ২৪ ইং তারিখে পাওনা টাকা পরিশোধের জন্য আসামী আশফুদ্দৌলা শাওনের নিকট উকিল নোটিশ প্রেরন করেন। নোটিশ পেয়ে বাদীর নিকট দেখা করিয়া মৌখিক ভাবে কিছু দিন সময় নেন। সে সময় ও অতিবাহিত হয়।
গত ১ডিসেম্বর ২৪ তারিখে পাইকগাছার জেলা সুপার মার্কেটের পাশে আসামী আশফুদ্দৌলা শাওনের দেখা হলে বাদী পাওনা টাকা পরিশোধ কথা বলিলে আসামী টাকা পরিশোধ করতে অস্বীকার করে। উপায়ন্ত না পেয়ে বাদী পাওনা টাকা আদায়ের জন্য গত ৪ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামীর প্রতি সমন জারী করেন। ২৪ডিসেম্বর আসামী আশফুদ্দৌলা শাওন আদালতে হাজিরা ও জামিন চাইলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।