সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটে অবস্থিত বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের উদ্যেগে বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০সেপ্টেম্বর মঙ্গলবার বাদে জোহর হতে কেরানি হাট বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের মাটে বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি ও বায়তুশ শরফের পীর সাহেব মাওলানা আব্দুল হাই নদভী(ম.জি.আ), এর সভাপতিত্বে ও কেরানি হাট বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারি মুহাম্মদ কফিল উদ্দিন এর সঞ্চালনায় এ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদের সাবেক সেক্রেটারি ইদ্রিস মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানি হাট বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা আবুল বশর আবু,বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ জাকারিয়া,চট্টগ্রাম-১৪(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার শাহাদত হোসাইন,বিশিষ্ট শিল্পপতি নেজাম উদ্দিন,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা কামাল উদ্দিন,মাস্টার সিরাজুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রফেসর জয়নাল আবেদিন ও এডভোকেট ইলিয়াছ,কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সাবেক সেক্রেটারি মুহাম্মদ মুছা কোম্পানি প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইসলামী চিন্তাবিদ,রাজনীতিবিদ, ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতকানিয়ার কেরানি হাটের বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যেগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত।
প্রকাশিত হয়েছে- বুধবার, ১ অক্টোবর, ২০২৫